ঢাকা বিমানবন্দরে হয়রানির শিকার নূরুল কবির
পোস্ট ডেস্ক :
ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
তিনি লেখেন, দুই দশকেরও বেশি সময় ধরে যখনই আমি বিদেশে যাই তখনই ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করেছে। গোয়েন্দা কর্মকর্তারা কখনো আমার পাসপোর্ট কেড়ে নেন, মুদ্রিত নথিতে সবকিছু উল্লেখ করা থাকলেও ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়।গোপনীয়তা লঙ্ঘন করে আমার পাসপোর্ট পৃষ্ঠাগুলোর ছবি তোলার জন্য আমাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখা হয় । বিমানে চড়ার কয়েক মিনিট আগে আমাকে সেই নথিগুলো ফেরত দেয়া হয়। বাসায় ফেরার সময় যদিও কোনো সমস্যা হয় না। এবছর ১৮ নভেম্বর, যখন আমি একটি মিডিয়া কনফারেন্সের জন্য বিদেশে যাচ্ছিলাম, আমি আশা করেছিলাম যে ঢাকা বিমানবন্দরে আমার হয়রানির দিন বোধহয় শেষ হতে চলেছে। কিন্তু আমি ভুল ছিলাম। বরং এইবার আমাকে দ্বিগুণ হয়রান করা হয়েছে, প্রস্থানের সময় এক ঘণ্টা এবং ২২ নভেম্বর বাড়ি ফেরার সময় আরো এক ঘণ্টা। দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার কাছে সন্দেহের বিষয়। আমি দেশের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এবং সরকারের যারা বিষয়টি তত্ত্বাবধান করে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি।
এদিকে বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বার্তায় জানানো হয়েছে, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না।
উল্লেখ্য যে, নূরুল কবির এক সেমিনারে যোগ দিতে কলম্বো যাচ্ছিলেন। যাওয়া এবং ফেরার সময় হয়রানির শিকার হন তিনি।