এক বিজয়ী বাংলা – সোনার বাংলা
এক বিজয়ী বাংলা – সোনার বাংল
শফি আহমেদ
একটি বাংলাদেশ,
এক বিজয়ী বাংলা – সোনার বাংলা।
বিশ্ব ভুবন মোহিনী একমুঠ তিলোত্তমা ভূমি,
আলোকিত দিনের রক্তিম গোলাপ সূর্য।
চির যৌবনা, চির উজ্জ্বনা, চির সবুজ নিখিল পৃথিবী—
বিরাজ করে এ দেশের পতাকা জুড়ী।
আঁধারী রাতে জোনাকী আলোরঞ্জনী দিশারী,
তিথিতে প্রথম সূচি পূর্ণিমায় সারা।
জোছনায় ঝরিন ঝালর,
আজকের স্বপ্নপরশ আশার আগামী—
এক কহুঁক নকশীকাঁথা।
আকাশজুড়ে তারার নজরকাড়া,
অহনিশি সোহিনী উজালা।
এক বিজয়ী বাংলা – সোনার বাংলা!