একুশের বেদিতে কোলাহল

Published: 21 February 2025

একুশের বেদিতে কোলাহল

লেঃ ইমরান চৌধুরী বি ই এম 

শ্রদ্ধার দিন, নীরবতার গান,

রক্তে লেখা ভাষার মান।

তবু কোলাহল, উচ্চ স্বরে,

রাজনীতির রঙ মাখা ঘোরে।

 

নীরব সে আত্মা, চেয়ে রয়,

বেদনার সুর, কেউ কি শোনায়?

তারা তো দিয়েছিল প্রাণ একদিন,

আজ কেন শুধুই শ্লোগান-অভিনয়?

 

নেতারা চিৎকার, মঞ্চে দাঁড়িয়ে,

মুখে শুধু বুলি, চোখে শূন্য দৃষ্টি,

পিছনে ইতিহাস, ধুলোয় মিশে যায়,

বেদিতে পড়ে থাকে বিকৃত শ্রদ্ধাঞ্জলি।

 

টাওয়ার হ্যামলেটস, থামাও এবার,

এই পাথর ছোঁড়া চিৎকার হাহাকার।

একুশ মানে শপথ, ভাষার দাম,

শ্রদ্ধা হোক হৃদয়ে, মিথ্যে নয় নাম।