সাকা-ওডেগার্ডের চোটে বিবর্ণ আর্সেনালের জয়

Published: 24 August 2025

পোস্ট ডেস্ক :


নতুনদের দারুণ পারফরম্যান্সের ওপর ভর করে লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। শনিবার প্রিমিয়ার লিগে ৫-০ গোলের জয়ে দলে তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয় চোখে পড়েছে। তবে বড় এই জয়ের আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে দুই তারকা ফুটবলারের চোট।

প্রথমার্ধে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

আর দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যামস্ট্রিংয়ের চোটে বেরিয়ে যেতে হয় বুকায়ো সাকাকে।
সাকার চোটই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ মিকেল আর্তেতার জন্য। কারণ গত মৌসুমেও একই ধরনের হ্যামস্ট্রিং ইনজুরিতে চার মাস মাঠের বাইরে ছিলেন ইংলিশ ফরোয়ার্ড। নতুন মৌসুমে আবারও সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তির শঙ্কা করছে আর্সেনাল শিবির।

ম্যাচ শেষে কোচ আর্তেতা বলেন, ‘বুকায়ো যখন বল পায়ে দৌড়াচ্ছিল, ডিফেন্ডারের সঙ্গে লড়াই করছিল, তখন হ্যামস্ট্রিংয়ে কিছু অনুভব করে। দেখা যাক, কী অবস্থা। আমার মনে হচ্ছে, এবার আগের জায়গায় নয়, অন্য হ্যামস্ট্রিংয়ে সমস্যা। যেভাবে সে মাঠ ছেড়ে এসেছে, তাতে অবশ্যই গুরুতর কিছু মনে হচ্ছে।


ওডেগার্ডের চোটও হঠাৎ করেই। খেলার মাঝেই কাঁধে অস্বস্তি অনুভব করেন নরওয়ের এই মিডফিল্ডার। কিছুক্ষণ খেললেও পরে আর চালিয়ে যেতে পারেননি। ৩৮তম মিনিটে তাকে বদলি করে মাঠে নামানো হয় মাত্র ১৮ বছর বয়সী ইথান ওয়ানেরিকে।

তার অবস্থা নিয়েও সতর্ক আর্তেতা, ‘পড়ে যাওয়ার সময় মার্টিন কিছু একটা অনুভব করেছে।

এখনই বোঝা যাচ্ছে না কতটা গুরুতর। আগামীকাল স্ক্যানের পর বিস্তারিত জানা যাবে।’