সুইজারল্যান্ডের বর্ষবরণের সময় বারে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

Published: 1 January 2026

পোস্ট ডেস্ক :


সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাঁ-মোঁতানায় নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে ‘লে কঁস্তেলাসিয়ঁ’ নামের বারে বিস্ফোরণটি ঘটে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ভ্যালিস ক্যান্টনের পুলিশ মুখপাত্র গায়তাঁ লাথিওঁ জানিয়েছেন, অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েকজন আহত ও কয়েকজন নিহত হয়েছেন।

ঘটনার সময় বারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাদের বেশির ভাগই নববর্ষ উপলক্ষে যাওয়া পর্যটক বলে ধারণা করা হচ্ছে। সঠিক হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। সুইস দৈনিক লা নুভেলিস্তে জানিয়েছে, তাদের প্রাথমিক তথ্যে প্রায় ৪০ জনের মৃত্যু ও ১০০ জনের মতো আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন জ্বলতে দেখা গেছে। দমকল বাহিনী, পুলিশ ও একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। স্বজনদের জন্য হটলাইন চালু করেছে প্রশাসন। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যমের কেউ কেউ আতশবাজি থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বললেও পুলিশ জানিয়েছে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।