বড়লেখায় আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

Published: 4 February 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার। প্রশিক্ষণ কর্মশালার সহকারী সমন্বয়কারী সাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া।

ইসলামিক ডেভেলপম্যান্ট ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বড়লেখা উপজেলা কৃষক-কৃষাণীকে দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন কৃষক-কৃষাণী এতে অংশগ্রহণ করেন। আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত প্রমুখ।