জুড়ীতে নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ

Published: 24 February 2021

জুড়ী প্রতিনিধি :: দ্বিতীয় দফা অভিযানে মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী নদীর তীরবর্তী ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দিনব্যাপি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ অভিযান পরিচালনা করে। এ সময় জুড়ী নদীর দুই পাশ মইজননগর (হরিরামপুর) ও কামিনীগঞ্জ বাজার এলাকায় অবৈধ দখলকৃত কাঁচা-পাকা স্থাপনা অপসারণ করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অর্ণব মালাকারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজারের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং জরিপকারকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।