বড়লেখায় অগ্নিকান্ডে ৩ দোকান ভস্মিভুত : ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Published: 5 March 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখার মোহাম্মদনগর এলাকার রাতিরপুল বাজারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে সমজিদ আলী নামক মার্কেটের ৩টি ষ্টেশনারী ও মোদি দোকান ভস্মিভুত হয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।

জানা গেছে, গভীর রাতে সমজিদ আলী মার্কেটে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তে আগুন মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ইসলাম উদ্দিন, সমজিদ আলী ও আব্দুল মালিকের ষ্টেশনারী ও মোদি দোকান সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৩ দোকানের সম্পুর্ণ মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন এবং শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মন্নান অগ্নিকান্ডের শিকার ব্যবসায়ীদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে অগ্নিকান্ডের খবর পান। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই মার্কেট ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানের সম্পুর্ণ মালামাল পুড়ে ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।