মুজিব বর্ষ উপলক্ষে কাপ এন্ড কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

Published: 18 March 2021

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে কেক কাটা ও কাপ এন্ড কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।

১৭ মার্চ বধুবার সন্ধ্যা ৭ টায় কচুরগুল আলোর দিশারী যুব সংঘের আয়োজনে মুজিব বর্ষ পালন করা হয়। অনুষ্ঠানে কচুরগুল আলোর দিশারী যুব সংঘের সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও এমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, গোয়ালবাড়ী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জহির আহমদ, হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, তাপস পাল প্রমুখ। মুজিব বর্ষ উপলক্ষে কেক কাটা ও কাপ এন্ড কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে কাপ এন্ড কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্টে আলোর দিসারী এম এইচ বিজয়ী হয়।