বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নিসচা’র উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

Published: 18 March 2021

বড়লেখা প্রতিনিধি : বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বুধবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

নিসচা’র উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় খাবার বিতরণের আলোচনা সভায় বক্তব্য রাখেন নিসচা বড়লেখার উপদেষ্টা ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইন, আফজাল হোসাইন, পৃষ্টপোষক ও মেঘনা লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানীর বড়লেখা ইনচার্জ আতিকুর রহমান, দুবাই প্রবাসী ময়না মিয়া, নিসচা বড়লেখার সহ সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, প্রচার সম্পাদক নুরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যকরী সদস্য রেদওয়ান আহমদ রুম্মান, হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, সায়েদ আহমদ প্রমুখ।

পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বড়লেখা সরকারি কলেজের ইমাম মাওলানা কামরুল ইসলাম।