জুড়ীতে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্টিত

Published: 25 March 2021

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী,টি এন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ, শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক,নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন, পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, শাহখাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাঃ ইয়াকুব আলী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম,আনসার ভিডিপির প্রতিনিধি আব্দুল মালিক, সংবাদকর্মী জাফর ইমামী সায়েম সহ বিভিন্ন এলাকার নারী প্রতিনিধি গণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শুধু বক্তব্য শুনে লাভ নাই।গণহত্যা মনে লালন করতে হবে।৭১ সালের গণহত্যাকারীদের বয়কট করতে হবে।সভাপতির বক্তব্যে ইউএনও বলেন,৭১ সালের ২৫ শে মার্চ পৃথিবীর জঘন্যতম হত্যাযঙ্গ ঘটেছিল।নির্দিষ্ট কোনো এক জায়গায় এ হত্যাকান্ড সংঘটিত হয় নাই।আমরা এ জঘন্যতম গণহত্যার তীব্র ঘৃণা জানাই।
এ ছাড়া সভাপতি বলেন,আগামীকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুর্ব ঘোষিত কর্মসূচি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সীমিত আকারে উদযাপন করা হবে। সকাল ৯ টায় উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন,শুধু পুলিশ বাহিনী ও স্কাউটের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ। সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্বাদের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তিতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হইবে।