কুলাউড়ায় প্রবীণ শিক্ষাবিদ মুহম্মদ আমান উল্লাহ’র প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বড়লেখা প্রতিনিধি : কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ ও কবি মুহম্মদ আমান উল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ফেরিওয়ালা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৭ মার্চ বিকেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি সঞ্জয় দেবনাথ, কাব্যগ্রন্থের রচয়িতার ভাতিজা ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, ছেলে সিনিয়র শিক্ষক সামসুদ্দোহা শোভন ও মেয়ে শিরীন ফাতেমা রুমি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেনের সভাপতিত্বে ও কুলাউড়া টাউন ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সিপার আহমেদ, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন, মনির উদ্দিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কবি ভানু পুরকায়স্থ, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, দিলদারপুর উচ্চা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা দাস প্রমুখ। সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাবেল মোড়ক উন্মোিচত কাব্যগ্রন্থের একটি কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, কুলাউড়ার সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, অনলাইন পোর্টাল দেশদিগন্ত’র সম্পাদক ও প্রকাশক শেখ নিজামুর রহমান টিপু, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সাংবাদিক, এস আলম সুমন, শাকের আহমদ প্রমুখ।