বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Published: 3 May 2021

বড়লেখা প্রতিনিধি :


বড়লেখায় পবিত্র ঈদুল ফেতর ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ১৬ হাজার ৭০৮ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৫৩ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা বিতরণের উদ্যোগ নিয়েছে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা। সোমবার দুপুরে ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।