জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Published: 9 May 2021

জুড়ী প্রতিনিধি :


জুড়ীতে পবিত্র ঈদুল ফিতর ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ১২ হাজার ১৯২ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৫৬ লাখ ৩৬ হাজার ৪শ টাকা বিতরণের উদ্যোগ নিয়েছে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা। রবিবার দুপুরে ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

ইউএনও আল ইমরান রুহুর ইসলাম সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারমান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সালেহ, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।