জুড়ীতে কোরআনে হাফেজদের ছাত্রলীগের ঈদ উপহার

Published: 10 May 2021

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে কোরআনে হাফেজদের পাশে দাঁড়ালো উপজেলা ছাত্রলীগ। রবিবার বিকালে কয়েকজন কোরআনে হাফেজের হাতে ঈদ উপহার তুলে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারন সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জল।সৌজন্যে ঈদ- উল-ফিতর উপলক্ষে কয়েকজন এতিম কুরআনে হাফেজ কে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সহ পাঞ্জাবি,পায়জামা ,টি শার্ট,টুপি ,জুতা ,উপহার প্রদান করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক একবার ভূঁইয়া উজ্জ্বল বলেন, এতিম কোরআনে হাফেজ দের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।