১৯ এর চেতনায় ৬১ এর ভাষা শহিদ দিবস আজ
অরুপ রায় ,করিমগঞ্জ(ভারত) :
কৃষ্ণচূড়ার লাল হলুদ ফুল জানিয়ে দে চেতনার ১৯ এ দিচ্ছে ডাক । রাত পোয়াতেই মাতৃ ভাষা একাদশ শহিদ দিবস । ১৯৬১ সালে ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন দামাল ছেলে মেয়ে নিজেদের রক্তের বিনিময়ে ভাষা আগ্রাসনকে রুখে দিয়েছিলো। তাই প্রতি বছর ১৯ মে বরাক সহ গোটা বিশ্বের বাঙালিদের কাছে শহিদ দিবস । দিনটিকে সামনে রেখে প্রতিবছর চলে নানা আয়োজন । নাচে গানে কবিতা,আলোচনায় দিনটি উৎসব মুখরে পালিত হয় । তবে এবার করোনা মহামারীর প্রভাবে শুধু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হবে।
আজ ১৯ মে কে সামনে রেখে করিমগঞ্জ শম্ভু সাগর উদ্যানে জাতীয় শহিদ বেদী পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলা হয় ।
১৯ মে সকাল ৮ টায় জাতীয় শহিদ বেদিতে পুস্পঘ্য অর্পণ,দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারা । এর পর শহিদ বেদী প্রাঙ্গনে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বরাকবঙ্গের করিমগঞ্জ শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল,সম্পাদক নিলজ দাস সর্বস্তরের নাগরিক ও সংগঠনের ব্যক্তিদের নিকট আবেদন জানান তারা যেন কোভিড নিয়ম মেনে শহিদ বেদী প্রাঙ্গণে আসেন । মাস্ক ছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখতে আবেদন জানান ।