ভারতে সাইক্লোনে নৌকাডুবির পর ২২ মরদেহ উদ্ধার নৌবাহিনীর

Published: 19 May 2021

পোস্ট ডেস্ক :


মুম্বাইয়ের কাছে ঝড়ে একটি নৌকা ডোবার পর সেখান থেকে ২২টি মরদেহ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এখনো সেখানে অভিযান চলছে। নিখোঁজ রয়েছেন আরো ৫৫ জন। বুধবার নৌবাহিনীর মুখপাত্র মেহুল কার্নিক এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, উদ্ধার অভিযানে তিনটি জাহাজ ও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ১৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়ায় সমুদ্রে ৭ মিটার উচু ঢেউ সৃষ্টি হয়েছে।
আঘাত হানা সাইক্লোনটির নাম দেয়া হয়েছে তৌকতায়ে। এটি গত দুই দশকের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবথেকে ভয়াবহ সাইক্লোন।

গত সোমবার প্রায় ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আঘাত হানে ঝড়টি। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ জন। নিহতদের সবাইই গুজরাট ও মহারাষ্ট্র প্রদেশের। বর্তমানে আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধার অভিযান চালাতে শুরু করেছে নৌবাহিনী।