মুস্তাফিজের কাছে আইপিএলের মতো বোলিং চান তামিম
পোস্ট ডেস্ক :
‘দ্য ফিজ’ আবারও স্বরূপে ফিরেছেন। করোনায় স্থগিত হওয়া আইপিএল তার প্রমাণ। রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তাকে প্রতিটি ম্যাচ খেলিয়েছে রাজস্থান। ৭ ম্যাচে ২৮ গড়ে মুস্তাফিজ নেন ৮ উইকেট। তার বলে বেশ কিছু ক্যাচ মিস না হলে উইকেটসংখ্যাটা আরও বাড়ত। বল হাতে ব্যাটসম্যানদের খুব ভুগিয়েছেন। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজের বোলিংয়ে আইপিএলের ধার দেখতে চান অধিনায়ক তামিম ইকবাল।
আইপিএলে মুস্তাফিজ উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়েছেন। আজ শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘মুস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। যে ধরনের বোলিং সে আইপিএলে করে, তা দারুণ। আমরা সবাই চাই সে এভাবে বোলিং করুক। কিন্তু সঙ্গে কিছু দেখতে হবে যে, সে উইকেট থেকে সাহায্য পেয়েছিল। কোনো সন্দেহ নেই সে বোলিংটাও ভালো করেছে। এভাবে যদি হয়, তাহলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।’
আগামী রবিবার মিরপুর শেরে বাংলায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রুবেল হোসেন চোট পাওয়ায় পেস বোলিংয়ে বাংলাদেশের বড় অস্ত্র নিঃসন্দেহে মুস্তাফিজ। আইপিএল থমকে যাওয়ার আগে মুস্তাফিজের বোলিংয়ে বেশ কিছু বৈচিত্র্য দেখা গেছে। তার বিখ্যাত ‘কাটার’ অস্ত্রের পাশাপাশি নতুন সংযোজন হিসেবে ‘ব্যাক অব দা হ্যান্ড’ স্লোয়ার করেছেন, স্লোয়ার ইয়র্কার করেছেন। প্রায় ভুলে যাওয়া ইয়র্কারও দেখা গেছে তার বোলিংয়ে। তাই তামিম তাকে নিয়ে আশাবাদী।