ম্যানসিটি ছেড়ে বার্সায় যাচ্ছেন আগুয়েরো
পোস্ট ডেস্ক :
আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর সঙ্গে ম্যানসিটির চুক্তি শেষ হচ্ছে আগামী মাসেই। এরপর বার্সেলোনায় স্বদেশি লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন তিনি। প্রায় অর্ধেক বেতনে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন এই ফরোয়ার্ড।
বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন আগুয়েরো। ম্যানসিটিতে আগুয়েরোর বেতন ছিল ১১.৯৭ মিলিয়ন ইউরো আর বার্সার সঙ্গে তার চুক্তির অঙ্কটা শোনা যাচ্ছে ৫ মিলিয়ন ইউরো। তবে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতলে পাবেন বোনাস।
এদিকে লুইস সুয়ারেস চলে যাওয়ার পর বার্সার আক্রমণভাগ দুর্বল হয়ে গেছে। মৌসুম শেষে ‘ফ্রি’ হয়ে যাওয়া আগুয়েরোর চেয়ে ভালো পছন্দ আর হতে পারতো না কাতালান ক্লাবটির।
বার্সার সঙ্গে চুক্তি পাকাপাকি হয়ে গেলেও ম্যানসিটির ঘরের মাঠে ফেয়ারওয়েল ম্যাচ পাবেন আগুয়েরো। রোববার এভারটনের বিপক্ষে ইতিহাদে খেলতে নামবে সিটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ম্যানসিটির জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।