১২৬ কেজি ওজনের ছেলেও খেলোয়াড়
পোস্ট ডেস্ক :
মাত্র গেল মৌসুমেই তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠে এসেছিল জিবো। এ সময়ই ক্লাবটিকে কিনলেন শিহুয়া। ক্লাবের মর্যাদার ১০ নম্বর জার্সিটা নিজে নিলেন। এখানেই শেষ নয়, সপ্তাহ খানেক আগে নিজের ১২৬ কেজি ওজনের ছেলেকে খেলাতেও আদেশ দিয়েছেন কোচকে।
নতুন মৌসুমে মোটেও সুবিধা করতে পারছিল না দলটি। পাঁচ ম্যাচ থেকে পেয়েছে একটি পয়েন্ট, গোল হজম করেছে দশটি। গোল করেছে মাত্র দুটো। ক্লাবের এমন ভাগ্য ‘পরিবর্তন’ করতেই কিনা, নিজেই নেমে গেছেন মাঠে।
গত ১৯ মে চিরপ্রতিদ্বন্দ্বী সিচুয়ান জিউনিউর সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচে নেমেছিলেন ৮৯ মিনিটে। তবে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি, তাই ড্রয়েই শেষ হয়েছে ম্যাচটা।
তার আগেই অভিষেক হয়েছে ছেলের। বিশালদেহী শিহুয়া প্রথম ম্যাচটা খেলেছেন ১৫ই মে, শানজি চাঙ্গানের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে প্রতি ম্যাচেই ছেলেকে মাঠে নামানোর জন্য কোচ হংইয়ি হুয়াংকে আদেশ দিয়েছেন চীনা ধনকুবের। ফলে আগামী বৃহস্পতিবার হাংজু গ্রিনটাউনের বিপক্ষে ম্যাচেও মাঠে নামবেন তিনি।