ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত অন্তত ৮

Published: 23 May 2021

পোস্ট ডেস্ক :


ইতালির একটি পর্যটন কেন্দ্রে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। দেশটির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকে রোববার এ দুর্ঘটনা ঘটে। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলের সদস্যরা মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। সেখানে হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে। এ খবর দিয়েছে রয়টার্স।

ইতালির গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে দুই শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে। পর্যটন কেন্দ্রটির ওয়েবসাইট থেকে জানা যায়, এই ক্যাবল কারগুলো মূলত ২০ মিনিটে পর্যটকদের নিয়ে যায়। সাগরের ওপর দিয়ে দুই পাহাড়ের মাঝে এই ক্যাবল লাইন স্থাপন করা হয়েছে।

এটি প্রায় ১ হাজার ৪৯১ মিটার উঁচু।