রাজস্থানে বিয়েতে গিয়ে ৯৫ জনের করোনা, কনের বাবার মৃত্যু
পোস্ট ডেস্ক :
করোনায় বিপর্যস্ত অবস্থা ভারতের। এ পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করার জন্য কড়া বিধি-নিষেধ জারি করেছে ভারতের রাজস্থান সরকার। কিন্তু এই বিধি-নিষেধ না মেনেই বিয়েতে যোগ দিয়ে বিপদ ডেকে এনেছে রাজস্থানের ঝুনুঝুনু শহরের শিয়ালোকালার গ্রামের বাসিন্দা। বিয়ে থেকে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। মারা গিয়েছেন কনের বাবা।
উৎসবের মাসুল গুনছে গোটা গ্রাম। রাস্তায় বাচ্চাদের খেলার আওয়াজ নেই, নেই গাড়ি চলার শব্দও। স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র শেখাওয়াত জানান, ‘গ্রামের ৯৫ জন করোনায় আক্রান্ত! ২৫ এপ্রিল এখানে বিয়ে ছিল। মানুষ তখন যেন ভুলেই গিয়েছিল করোনার কথা। নমুনা পরীক্ষার পরও সবাই ঘুরে বেড়িয়েছে। এখন সবার টনক নড়েছে। ঘরে ঢুকে বসে রয়েছে গোটা গ্রাম।’
এপ্রিলের শেষে বিয়ের পরেই ছড়িয়ে পড়ে করোনা। প্রথমে মারা যান কনের বাবা। শিয়ালোকালা গ্রাম এখন প্রায় ‘একঘরে’ হয়ে পড়েছে। জরুরি পণ্যও কিনতে পাওয়া যাচ্ছে না।
উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা না থাকায় চিকিৎসা পাচ্ছেন না করোনায় আক্রান্তরা। ২৫ এপ্রিল বিয়ে ছিল দৌলতের। তার মা বিমলা জানিয়েছেন, ‘পরিবারের প্রত্যেকে এখন করোনা পজিটিভ। প্রশাসনের তরফে এসে ওষুধ দিয়ে চলে গিয়েছে সেই কবে। তার পরে কেউ আর খবর নিতে আসেনি। আমাদের ভয় করছে। ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে। দোকানে গেলে কেউ জিনিস বিক্রি করতে চাইছে না। বাড়িতে দুধ, সবজি প্রায় নেই। এর পর কী হবে জানি না।’
গ্রামে নতুন স্বাস্থ্যকেন্দ্র একটা রয়েছে ঠিকই। কিন্তু তার দরজায় তালা ঝুলছে। দারা সিংহ নামে এক স্থানীয় যুবক বলেছেন, ‘শহরে তো অনেক হাসপাতাল রয়েছে। অথচ আমাদের এখানে ইনজেকশন নেওয়ার ব্যবস্থা পর্যন্ত নেই। আমাদের তার জন্য সূর্যগঞ্জে যেতে হয়। গ্রামের কোনো মানুষের কিছু হলে সাধারণ ওষুধ পেতেও চরম হয়রানির মুখে পড়তে হয়।’