বিদ্রোহী কবি নজরুল জন্মদিনে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান
অরুপ রায় , করিমগঞ্জ (ভারত)২৬ মে :
গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই ,, নহে কিছু মহীয়ান । বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২২তম জন্মদিন
সেই দিনের কবির ভাষায় মানুষের পাশে মানুষ থেকে গাইবে হবে সম্যের গান। হাতে হাত মিলিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে । চারিদিকে আজ মানুষ দিশাহারা । একদিকে করোনা মহামারীর প্রভাব অন্যদিকে সাগর তান্ডব ইয়াসের
আতংক সব মিলিয়ে মানবকুল আজ বড় অসহায় । বর্তমান পরিস্থিতির নিয়মনীতি মেনে ২৫ শে বৈশাখ থেকে ১৯ মে আজ ১১ জ্যৈষ্ঠ বাঙালি তাদের প্রাণের ঠানে হৃদয়ে চেতনায় মহাপুরুষদের স্মরণ করতে ভুলছেন বাঙালিরা। করোনা কালে বিগত অনুষ্টান গুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের জন্মদিনে গৃহবন্দি বাঙালিরা সাত সকালে বেরিয়ে আসে প্রিয় কবিকে শ্রদ্ধা জানাতে।
মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানাই ভারত বাংলা সীমান্ত শহর করিমগঞ্জ । করিমগঞ্জ শম্ভু সাগর উদ্যানে কোভিড প্রটোকল মেনে কবির মর্মর মুর্থিতে শ্রদ্ধা নি বেদন করে জেলার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক প্রেমী নাগরিকরা । বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ জেলা কমিটি ও শহর সমিতি । বরাকববঙ্গের পক্ষে কবি প্রাণম করেন সুলেখা দত্ত চৌধুরী, সুবির বরণ রায়,নিৰ্মল কুমার সরকার,রণধীর রায়, মাশুক আহমেদ সৌমিত্র পাল,নিলজ দাস, বিজয় ভূষণ চক্রবর্তী, নন্দ কিশোর বনিক ,ঝুমা দাস, দেবব্রত ভট্টাচার্য গোবিন্দ দত্ত অরূপ রতন দাস প্রমুখ।
এআইডিএসওর পক্ষে অরুনাংশু ভট্টাচার্য,পিকলু দাস,সুজিৎ কুমার পাল,প্রমুখ। বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষে শিবানী বিশ্বাস,গীতা সাহা,সঞ্চিতা ভট্টাচার্য, গীতবিতান সঙ্গীত মহা বিদ্যালযের পক্ষে বিষ্ণু নাগ ,প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক অরুপ রায় । তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে এদিন কবির মর্মর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান ।
এদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে পক্ষে অনলাইনে নজরুল শ্রদ্ধার আয়োজন করা হয় ।