সৌদি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সাক্ষাৎ

Published: 27 May 2021

পোস্ট ডেস্ক :


সৌদি আরবের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ এর সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়- বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াদে অবস্থিত মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অফিসে গেলে তাকে স্বাগত জানানো হয়।

বৈঠককালে তারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। সৌদি শ্রমবাজারে করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবিলার জন্য গৃহীত পদক্ষেপগুলো নিয়েও তারা আলোচনা করেন।
তারা সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য চুক্তিভিত্তিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েও আলোচনা করেন যা শ্রমিকদের অধিকার রক্ষা করবে, আকর্ষণীয় শ্রমবাজার তৈরি করবে এবং কাজের পরিবেশকে উন্নত করবে।

১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্কের সূচনালগ্ন থেকেই সৌদির সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ মজবুত। দুটি দেশের রয়েছে অভিন্ন মতামত, মূল্যবোধ এবং তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত পাঁচবার সৌদিতে সরকারি সফর করেছেন।