মোদিকে স্বাগত জানালেন মমতা

Published: 28 May 2021

পোস্ট ডেস্ক :


ঘূর্ণিঝড় আয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে কলাইকুণ্ডায় পৌঁছেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার দুপুরে তিনি ওই এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর চপার পৌঁছনোর পরই তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। এর আগে কলাইকুণ্ডায় পৌঁছান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

মোদির সঙ্গে পর্যালোচনা বৈঠকে থাকবেন না মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঘূর্ণিঝড় ইয়াস এবং ভরা কোটালের প্রভাবে রাজ্যে কোথায়, কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সংক্রান্ত হিসাব প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠকের পর দক্ষিণ ২৪ পরগনায় যাবেন মুখ্যমন্ত্রী। সাগরে পর্যালোচনা বৈঠক করবেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরে যাবেন।