রিভিউ মিটিংয়ে গেলেন না মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা দেখা করলেন

Published: 28 May 2021

পোস্ট ডেস্ক :


আগেই আশঙ্কা ছিল, সেটাই সত্যি হলো। ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিভিউ মিটিংয়ে অংশ নিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রিত হওয়ায় সেখানে যাননি মমতা। নবান্ন থেকে জানানো হয় যে, শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে বিধানসভায় দায়িত্ব না নেয়ায় তার এখনও সরকারি তকমা জোটেনি। এই অবস্থায় শুভেন্দু অধিকারী থাকায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভায় গেলেন না। তিনি রিভিউ মিটিংয়ের আগে প্রধানমন্ত্রীর কাছে ১৫ মিনিট সময় চেয়ে নেন। প্রধানমন্ত্রী তাকে সময় দিলে তিনি তাঁর সঙ্গে দেখা করে রাজ্যের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং যখন শুরু হয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তখন আকাশে, দিঘার পথে।