বাড়ির নকশা ও সমবায় সমিতির অনুমোদনে টিআইএন বাধ্যতামূলক
বিশেষ সংবাদদাতা, ঢাকা :
বাড়ির নকশা অনুমোদন এবং যেকোনো সমবায় সমিতির নিবন্ধনের জন্য এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ নিয়ম আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো করের আওতায় আসবে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি। অর্থাৎ শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান না কেন আপনার টিআইএন নিতে হবে। এ ছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে হলেও টিআইএন গ্রহণ করতে হবে।