জিয়ার শাহাদাতবার্ষিকীতে এমদাদ চৌধুরীর শিক্ষা উপকরণ বিতরণ

Published: 5 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর জেলরোড এলাকায় ১৫, ১৬ ও ১৭ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা, কলম, স্কেল, পেন্সিল, রং পেন্সিল, কার্টার ও রাবার বিতরণ করা হয়।
মাওলানা গোলাম কিবরিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমাজ সেবা সম্পাদক আব্দুল কাহির, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর সদস্য মাহবুব আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, বেসরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী জিসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, ১৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক কনক কান্তি দাশ, যুগ্ম আহ্বায়ক মিলন মির্জা ও সদস্য হাফিজুর রহমান হাফিজ, ১৫নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইসমাঈল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমদ ও সদস্য সচিব ফাহিম আহমদ, ১৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি সুমন প্রমূখ।
শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, করোনা মহামারীর এই দুঃসময়ে সবকিছু খুলে দিয়ে বছরের পর বছর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল শিক্ষার হার বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে তোলা। বিএনপি শহীদ জিয়ার সেই দর্শন আজো লালন করে আসছে। বিপরীতে ক্ষমতাসীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। এ থেকে শিক্ষার্থীদের রক্ষায় অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বাসা বাড়ীতে তাদের পড়ালেখার চর্চা অব্যাহত রাখতে হবে।