মনের পশুত্বকে কোরবানি দিয়ে জীবন উৎসর্গ করাই ঈদুল আজহার শিক্ষা-সাবেক এমপি শামসুল ইসলাম

Published: 1 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন- ঈদুল আজহা ত্যাগ-তিতীক্ষার এক ঐতিহাসিক অনুপম দৃষ্টান্ত। আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করে মনের পশুত্বকে কোরবানি দেওয়ার নাম ঈদুল আজহা। ঈদুল আজহার শিক্ষা আমাদেরকে সকল প্রকার জুলুম-শোষণের মূলোচ্ছেদ করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে উজ্জীবিত করে।

তিনি গতকাল শনিবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল আয়োজিত ভার্চুয়াল ঈদপূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শ্রমিক কল্যাণের সাবেক কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মান্নান, হবিগঞ্জ জেলা আমীর মাস্টার আব্দুর রহমান, শ্রমিক কল্যাণের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট শামসুদ্দিন আহমদ প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন- ঈদুল আজহার শিক্ষা হল আল্লাহর প্রতি একনিষ্ট আনুগত্য করা। দুনিয়াবী সকল ভোগ-বিলাসের আকর্ষণ, সন্তানের স্নেহ, স্ত্রীর ভালোবাসার উর্ধ্বে উঠে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হল মুসলমানিত্ব। এটা করে গেছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আঃ)। জীবনের সর্বাধিক প্রিয় একমাত্র সন্তানকে নিজ হাতে কোরবানি করার কঠিনতম কাজ করতে গিয়ে তিনি আল্লাহর প্রতি অটুট আনুগত্য ও গভীর প্রেম এবং তাওহীদ ও তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এর মাধ্যমে ইব্রাহিম (আঃ) অনাগত মানুষের নিকট আত্মসমর্পণের বাস্তব শিক্ষা রেখে গেছেন। ইব্রাহিম (আঃ) আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানির পশুর সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে।

হাফিজ আতিকুল ইসলামের অর্থসহ কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জেলা দক্ষিণ সভাপতি ফখরুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা সভাপতি শাহ আলাউদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আলম, সিলেট উত্তর জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন খান ও হবিগঞ্জ জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার প্রমূখগণ।