ক্রিপ্টোকারেন্সির ২৬ কোটি ডলার ফেরত দিল হ্যাকাররা

Published: 12 August 2021

পোস্ট ডেস্ক :


হ্যাক করা ৬১ কোটি ৩০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সির এক তৃতীয়াংশের বেশি অর্থাৎ ২৬ কোটি ডলার ফেরত দিয়েছে হ্যাকাররা। সম্প্রতি পলি নেটওয়ার্কে হামলা চালিয়ে তারা এই ক্রিপ্টোকারেন্সি লুট করে। এ নিয়ে ডিজিটাল মুদ্রার দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়। বুধবার পলি নেটওয়ার্ক ওই পরিমাণ অর্থ ফেরত দেয়ার কথা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পলি নেটওয়ার্ক টুইটারে বলেছে, তাদের চুরি যাওয়া ২৬ কোটি ডলার ফেরত দেয়া হয়েছে। কিন্তু এখনও লাপাত্তা ৩৫ কোটি ৩০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি। এই কোম্পানিটি বিভিন্ন চেইনে কেনাকাটায় টোকেন হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমোদন দেয়।

তারা মঙ্গলবার জানায়, হ্যাকারের আক্রমণের শিকারে পরিণত হয়েছে। একই সঙ্গে জড়িতদের কাছে অর্থ ফেরত দেয়ার আহ্বান জানায়। তা নাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার পলি নেটওয়ার্ক জানিয়েছে, হ্যাকাররা মোট ১৯৩ মিলিয়ন পাউন্ডের এথারিয়াম হ্যাক করেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি। একইসঙ্গে তারা সরিয়েছে ১৮২ মিলিয়ন পাউন্ডের বাইন্যান্স কয়েন এবং ৬১.৫ মিলিয়ন পাউন্ডের ইউএসডিসি কয়েন। হ্যাকিং নিয়ে ডিজিটাল সিকিউরিটি ফার্ম ইএসইটি-এর সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জ্যাক মুরে বলেন, বিশ্বের ক্রিপ্টোকারেন্সির বড় একটি অংশই অরক্ষিত। তাছাড়া এটি সাধারণ ব্যাংক ডাকাতির মতো বিষয় নয়। সেখানে সাধারণত ব্যাংকটিই ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্রিপ্টোকারেন্সি মূলত ব্যবহারকারীদের নিজস্ব একাউন্টে জমা থাকে। তাছাড়া, হ্যাকারদের অর্থ ফিরিয়ে দেয়ার আহ্বান জানানোর মানে হচ্ছে সরকার কিংবা প্রতিষ্ঠানটির করার মতো তেমন কিছুই নেই।