দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরো সহজ করা হবে : অর্থ উপদেষ্টা
বিশেষ সংবাদদাতা :
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে।
রোববার (১৮ আগস্ট) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিং এ সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের বৈঠকে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে বিদেশের সহায়তা অব্যাহত থাকবে।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, মানুষের ওপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে প্রথম অগ্রাধিকার। আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারব। দ্রুতই ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। একইসাথে বিশ্ব ব্যাংকও আমাদের সাথে কাজ করবে বলে জানিয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান রাখলে জিনিসপত্রের দাম কমে যাবে। মানুষ শিগগিরই এর সুফল পাবে।