ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ৪০ কোটি ডলার প্রত্যাহার করলেন ট্রাম্প
পোস্ট ডেস্ক :
ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিকে দেয়া ৪০ কোটি ডলার প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রশান জানিয়েছে। ফেডারেল ৪টি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইহুদি শিক্ষার্থীরা অব্যাহতভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে তহবিল কর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গত বছর গাজা যুদ্ধের বিরুদ্ধে এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়ার প্রতিবাদে গত বছর নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ হয়। এটাকেই সেখানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কেন্দ্র বলে মনে করা হয়। সপ্তাহের শুরুতে যেসব স্কুল এবং বিশ্ববিদ্যালয় ‘অবৈধ প্রতিবাদ’ অনুমোদন করেছে বা করবে তাদের তহবিল দেয়া বন্ধ করে দেয়ার হুমকি দেন ট্রাম্প।
শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহোন বিবৃতিতে বলেন, নিজেদের ক্যাম্পাসে বহু ইহুদি শিক্ষার্থী বেপরোয়া সহিংসতা, ভীতি প্রদর্শন এবং ইহুদিবিরোধী হয়রানির মুখোমুখি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে এড়িয়ে গেছে। তিনি বলেন, আমরা কলাম্বিয়া ও অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এর প্রতিবাদে ব্যবস্থা নিয়েছি। তাদের নিষ্ক্রিয়তা আমরা আর সহ্য করবো না।
কলাম্বিয়া ইউনিভার্সিটির একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি রিভিউ করছে। ফেডারেল সরকারের তহবিল পাওয়ার জন্য কাজ করছে সরকারের সঙ্গে। ওই মুখপাত্র আরও বলেন, আমরা কলাম্বিয়ার আইনগত বাধ্যবাধকতাকে গুরুত্ব দিয়ে দেখি। সরকারের এই ঘোষণা কতটা গুরুতর সে বিষয়ে আমরা বুঝতে পারি। ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিক্ষার্থী, ফ্যাকাল্টি এবং স্টাফদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সবচেয়ে অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম কলাম্বিয়া। সেখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এর বিখ্যাত মর্নিংসাইড হাইটস ক্যাম্পাস অবস্থিত নিউ ইয়র্কের ম্যানহাটানে।
গত বছর গাজায় ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও উত্তেজনাপূর্ণ ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ হয়। তার মধ্যে আইভি লিগ ইউনিভার্সিটি অন্যতম।