পেন্টাগনের সামরিক ঘাঁটিগুলোতে ধাতব পরিশোধন স্থাপনা নির্মাণ করতে চান ট্রাম্প

Published: 11 March 2025

পোস্ট ডেস্ক :


সিনিয়র দুজন কর্মকর্তা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ধাতবের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে পেন্টাগনের সামরিক ঘাঁটিগুলোতে ধাতব পরিশোধন স্থাপনা নির্মাণ করতে চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই খাতের নিয়ন্ত্রণ থেকে চীনকে দূরে সরিয়ে রাখার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত সপ্তাহের বুধবার মার্কিন কংগ্রেসের অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি ধাতব উৎপাদনে ঐতিহাসিক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। ওই ভাষণের পর ট্রাম্প যে নির্বাহী আদেশে সই করবেন সেখানে এ বিষটিকে অন্যতম হিসেবে গুরুত্ব দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানিয়েছে, আদেশের অংশ হিসেবে পেন্টাগন অন্যান্য ফেডারেল সংস্থার সঙ্গে কাজ করে ঘাঁটিগুলোতে পরিশোধন স্থাপনা নির্মাণ করবে। সামরিক ঘাঁটিগুলোকে পরিশোধনাগার হিসেবে ব্যবহার করা হলে তা জাতীয় নিরাপত্তায় ধাতব পদার্থের ওপর ট্রাম্পের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলবে। বর্তমানে ফাইটার জেট, সাবমেরিন (ডুব জাহাজ), বুলেট সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম তৈরিতে যুক্তরাষ্ট্রকে বেইজিংয়ের পরিশোধিত ধাতবের ওপর নির্ভর করতে হয়।

একটি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ ধাতব সম্পদের জার নামকরণের পরিকল্পনাও করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টরা ওয়াশিংটনের অন্যান্য ক্ষেত্রের ওপর নজর দিতে যে পদক্ষেপ নিয়েছিলেন সে পথেই হাঁটতে চাইছেন তিনি। তবে সূত্রগুলো জানিয়েছে এই পরিকল্পনা এখনও আলোচনাধীন। ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করার আগে এ বিষয়ে পরিবর্তন আসতে পারে। ট্রাম্পের প্রশাসনের চিন্তার সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, তারা মনে করছেন যে, ট্রাম্পের শুল্ক নীতি অথবা অন্য যেকোনো কারণে গুরুত্বপূর্ণ ধাতব রপ্তানি সংকুচিত করতে পারে চীন।

যদিও এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাতে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। রয়টার্স বলছে, বর্তমানে পেন্টাগনের নিয়ন্ত্রণে থাকা জমির পরিমাণ প্রায় ৩ কোটি (৩০ মিলিয়ন) একর। তবে পরিশোধন প্রক্রিয়ার জন্য জমি ব্যবহৃত হলে স্থানীয় সম্প্রদায়গুলোর সঙ্গে মাঝে মাঝে বিরোধ তৈরি করতে পারে। এক্ষেত্রে নতুন জমি কেনার প্রয়োজনীয়তা এবং অন্যান্য ফেডারেল বিভাগের জমি অধিগ্রহণের বিষয়টি এড়িয়ে চলতে হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী ৫০টি ধাতব পদার্থের মধ্যে ৩০টির উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। মূলত চীনের এই একক আধিপত্য ঠেকাতেই ট্রাম্প এই পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন সূত্রগুলো। তবে পেন্টাগনের সামরিক ঘাঁটিতে পরিশোধন সুবিধা বাস্তবায়নে কীভাবে কাজ করা হবে তা স্পষ্ট নয়। কেননা পেন্টাগনের ঘাঁটিগুলো মার্কিন ক্লিয়ার এয়ার এবং ক্লিন ওয়াটার অ্যাক্টের অধীনে রয়েছে। অতীতে এই নিয়মে প্রক্রিয়াকরণের প্রকল্পগুলোর ব্যক্তিগত উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে।