গ্রেপ্তার হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে
পোস্ট ডেস্ক :
গ্রেপ্তার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার হংকংয়ের ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি মাদকবিরোধী অভিযান করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে প্রেসিডেন্ট পদে ছিলেন দুতের্তে। সেসময় তিনি দেশটিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ৭৯ বছর বয়সী দুতের্তে এর আগে বলেছিলেন, তিনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। দুতের্তের সাবেক মুখপাত্র সালভাদোর প্যানেলো এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি একে বেআইনি হিসেবে উল্লেখ করেছেন।