পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৬ সশস্ত্র যোদ্ধা নিহত

Published: 24 March 2025

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দেশের পশ্চিম সীমান্তে ১৬ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত উত্তেজনার মধ্যে এমন সংঘর্ষের খবর এলো। সীমান্ত ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে আফগান সরকারের কাছে ধারাবাহিকভাবে অনুরোধ জানানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই সকল সশস্ত্র যোদ্ধারা নিহত হয়েছেন।

 

কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি সাদিক খান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে কাবুলে থাকাকালীন এই ঘটনাটি ঘটেছে। এ মাসের শুরুতে, খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ এবং ডেরা ইসমাইল খান জেলায় একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

এক সময় আফগান তালেবানের সঙ্গে আগে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও গত তিন বছরে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি দেখছে পাকিস্তান। এর মূল কারণ হচ্ছে আফগানিস্তানে তালেবান সরকার আসার পর বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী শক্তভাবে সক্রিয় হয়েছে। এছাড়া পাকিস্তান তালেবান বা তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর কার্যক্রম দমনে ব্যর্থতার জন্য আফগান সরকারকেই দায়ী করছে তারা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর শত শত হামলা চালিয়েছে ২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি।