গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার

Published: 5 April 2025

পোস্ট ডেস্ক :


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল । গত ১৮ মার্চ থেকে এই বর্বর হামলা শুরু হয়। তখন থেকে প্রতিদিন অবরুদ্ধ উপত্যাকায় অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। ইউএনআরডব্লিউ এর প্রধান এ তথ্য জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত এক লাখ ১৪ হাজার ৬৩৮ জন।

 

যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে মোট ৬১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারাও নিহত হয়েছেন বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে সিরিয়ায়ও সম্প্রতি হামলা শুরু করেছে ইসরাইল।