‘প্রিয়তমা’র সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি, আড়াই কোটির ‘সুড়ঙ্গ’
পোস্ট ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের কোনো বক্স অফিস নেই। যার ফলে সিনেমাগুলোর আয় কত হচ্ছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু টিকিট বিক্রির হিসাব থেকে আয় অনেকটা হিসাব করা যায় বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো ব্যবসা করছে।
এবারের ঈদে চারটি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো- শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত প্রিয়তমা, মাহফুজ আহমেদ ও বুবলী অভিনীত প্রহেলিকা, আফরান নিশোর অভিষেক সিনেমা, তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ এবং নিরব-বুবলীর ক্যাসিনো।
প্রিয়তমা এবারের ঈদের ব্লকবাস্টার সিনেমার তকমা পাচ্ছে। এই সিনেমা মাল্টিপ্লেক্স ছাড়াও এককভাবে সিঙ্গেলস্ক্রিনে আধিপত্য বিস্তার করে রেখেছে।
প্রিয়তমার বাইরে সিঙ্গেল স্ক্রিনে কারো সিনেমা সে অর্থে চলছে না। এ বিষয়ে সাবেকি আমলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বলছেন, ঈদে শাকিব খানের সিনেমা নিয়ে নিলে আমরা ব্যবসা করতে পারি। মুনাফা হয়। অন্য কোনো নায়কের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না।
শুধু একজন নন, মধুমিতা সিনেমা হলের কর্ণধার নওশাদ, যশোরের মণিহারের ব্যবস্থাপক তফাজ্জল, জয়পুরহাটের পৃথিবীর কর্ণধার সুমন, দিনাজপুরের তামান্নার ব্যবস্থাপক রেজা, সৈয়দপুরের তামান্নার রেজা, রংপুরের শাপলা সিনেমা হলের ডিস্ট্রিবিউটরসহ প্রায় সব স্ক্রিন সংশ্লিষ্টদের কাছে একই কথা শোনা যায়।
এদিকে প্রিয়তমা সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান জানালেন, মুক্তি পাওয়ার সাত দিনে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকার। অন্যদিকে সুড়ঙ্গ সিনেমার নির্মাতা দাবি করছেন, ৭ দিনে সিনেমাটির আয় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার রাত ৯টায় ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুকে পোস্ট দেন। ওই স্ট্যাটাসে তিনি একটি ছবি পোস্ট করে জানান, ঈদে সারা দেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমা মুক্তির সাত দিনের মাথায়ই দর্শক চাহিদার কারণে ৩১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে।
দর্শকদের উপচে পড়া ভিড়ে এরই মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।
সুড়ঙ্গর সাত দিনের আয় নিয়ে রায়হান রাফী বলেন, ‘মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে ‘সুড়ঙ্গ’ আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’, ‘দেবী’র রেকর্ড ভেঙেছিল আমার ‘পরান’ সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল ‘সুড়ঙ্গ’। এর আগে বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।’
এদিকে প্রহেলিকা সিনেমাটি ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সঙ্গে ক্যাসিনো সিনেমাটিও দর্শক দেখছে।