দীপিকার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!

Published: 8 July 2023

পোস্ট ডেস্ক :


দেশ-বিদেশের জনপ্রিয় নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের কাজ নিয়েই শুধু আলোচনা, আগ্রহ তৈরি হয় না। এর বাইরে তাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা যেমন চলে, তেমনই মানুষ জানতে চান তাদের সম্পত্তি বা উপার্জনের পরিমাণ। সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে দীপিকা পাডুকোনের সম্পত্তি ও আয়ের পরিমাণ। বলা হয়েছে, তার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা দীপিকা ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। হলিউডের ছবিতেও অভিনয় করেছেন। বিপুল সম্পত্তির মালিক এই অভিনেত্রী। ২০২৩ সালে প্রতিটি ছবির জন্য ১৫ -৩০ কোটি টাকা আয় করেন দীপিকা।

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন এই অভিনেত্রী বিজ্ঞাপন বাবদ আয় করেন ৭-১০ কোটি টাকা। বর্তমানে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তিনি।

গত বছরের শেষদিকে ৪১০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন দীপিকা পাড়ুকোন।