ছয় মাসে সর্বনিম্ন রেমিট্যান্স আগস্টে

Published: 3 September 2023

পোস্ট ডেস্ক :


দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স কমে গেছে। আগস্ট মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২১.৫৬ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশে প্রবাস আয় এসেছিল ১৯৭ কোটি ডলার। আগস্টে তা প্রায় ১৬০ কোটি ডলারে নেমে এসেছে। জুলাইয়ের সঙ্গে তুলনা করলে আগস্টে প্রবাস আয় কমেছে ৩৭ কোটি ডলার বা প্রায় ১৯ শতাংশ।

আর গত বছরের আগস্টের তুলনায় গত আগস্টে প্রবাস আয় কমেছে ৪৪ কোটি ডলার।
দেশে ডলার সংকটের সময়ে প্রবাস আয় কমল। ডলার আয়ের অন্যতম একটি উৎস প্রবাসী আয়। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈধ পথে আসা প্রবাস আয়ের ক্ষেত্রে ডলারের দাম বেঁধে দেওয়ায় প্রবাস আয়ে টান পড়েছে।

হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠালে এখন ডলারের দাম ব্যাংকের তুলনায় বেশি পাওয়া যায়।
গত বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্সে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে। নতুন এ দর রবিবার (০৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া রেমিট্যান্সের বিনিময় হারে ২.৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এ বছরের জুনে বাংলাদেশ ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।

জুন মাসে ছিল ঈদুল আজহা। ঈদের উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকে। ঈদের পর প্রবাস আয় কমার স্বাভাবিক প্রবণতাকেই ধারাবাহিক এ পতনের জন্য দায়ী করছেন ব্যাংকাররা।