দিশা পাটানির ওপর ক্ষুব্ধ নেটিজেনরা

Published: 21 September 2023

পোস্ট ডেস্ক :


বলিউড অভিনেত্রী দিশা পাটানি ‘খোলামেলা’ পোশাকের কারণে মাঝেমধ্যেই চর্চায় থাকেন। সম্প্রতি গনেশ পূজায় বোল্ড পোশাকে হাজির হয়েছিলেন। আর তাতে তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ ধনী গোষ্ঠী আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরেছিলেন বলিউডের এই হট ডিভা। যে কারণে সমালোচনার মুখেও পড়েন দিশা।

এসময় অভিনেত্রী গণেশ পুজোয় কমলা রঙের শাড়ি পরে এসেছিলেন। তবে শাড়ির সঙ্গে তার ব্যাকলেস ব্লাউজ নিয়েই শুরু হয় বিতর্ক। দিশার ডিপ নেকলাইন ব্লাউজ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। দিশার এই পোশাক অনেকেই ভালো দৃষ্টিতে নিতে পারেননি।

পুজার মত এমন শুভ অনুষ্ঠানে দিশার এই পোশাক অনেকে ‘অনুপযুক্ত’ বলে কটাক্ষ করেছেন। একজন নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘দিশার কি কোনও সমস্যা আছে? সে কী ভেবে এই পোশাকটা পরেছে? আমরা ভারতীয়।’ একজন বলেছেন, ‘দিশার ড্রেসিং সেন্স একেবারেই নেই’। তৃতীয় একজনের মন্তব্য, ‘কোনও শুভ অনুষ্ঠান/ঐতিহ্যমূলক অনুষ্ঠানেও রক্ষণশীলভাবে পোশাক পরতে হয়, দিশা কি জানেন না