আজ চৌদ্দ রোজা চৌদ্দ চাঁদে

Published: 14 March 2025

শফি আহমেদ 

আহা রে, আমার আর কৈ

কী ধরা হলো কোন জোনাকি!

চাঁদিনীর চিরশান্ত

মধুয়া চাঁদোয়া তলে,

ঐ যে নিবিড় অনুরাগে

নীরব রজনীগন্ধা

তারাবির মসজিদপথে।

 

এই তো সেদিন—

তিলোত্তমা রজনীর কপাল ফুঁটে

জ্বলেছিল রমজানের পহেলা চন্দ্রকলা

দিনান্তের নিবিড় ছায়াপাতে।

এখনো আধোআলো দিগন্ত জুড়ে

নিদ্‌হারা যতসব পূর্ণিমাতারা,

এমন বেহেশতি মসৃণ দ্রুত চলা—

রমজানের পহেলা চন্দ্রকলা।

উৎসব পূর্ণ হবে কবে?

আজ চৌদ্দ বেলা, রমজান তো চৌদ্দ চাঁদে!