এবার স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা
বিশেষ সংবাদদাতা, ঢাকা : নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের খবরে সারাদেশে চলছে প্রতিবাদ নিন্দা ঘৃণার ঝড় ঠিক তখনই নোয়াখালীতেই আবারও সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সুধারাম থানায় মামলা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৭ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়েকে পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে সুধারাম মডেল থানায় নির্যাতিত ওই কিশোরী নিজেই অভিযোগ দায়ের করে।
মামলার এজাহারে জানা যায়, পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জসীম উদ্দিন (২২) প্রেম নিবেদন করতো, কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম হুমকি দিতো। তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে বাড়ির পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাসে চারবার ধর্ষণ করে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বরও তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এখন জসীম বিয়ে করার আশ্বাস ও ধর্ষণের বিষয়ও অস্বীকার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
কিশোরীর মা বলেন, জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয়-ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। গতকাল রাতে আমার মেয়েকে বাইরে নেবার জন্য জসীম আসে। এসময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।
সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাহালু মডেল প্রেসক্লাবের কমিটি, টনি সভাপতি-সম্পাদক মতিনকাহালু মডেল প্রেসক্লাবের কমিটি, টনি সভাপতি-সম্পাদক মতিন
ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধনধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
নোয়াখালীতে গৃহবধূকে ৪ টুকরো করে হত্যানোয়াখালীতে গৃহবধূকে ৪ টুকরো করে হত্যা
পিজিসিএল’র পরিচালক নিযুক্ত হলেন ড. হোসনে আরাপিজিসিএল’র পরিচালক নিযুক্ত হলেন ড. হোসনে আরা
ধুনটের ইছামতি নদীতে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগধুনটের ইছামতি নদীতে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগ
সোনাতলায় গো খাদ্যের সংকট দূর করতে কাঁচা ধান কাটছে কৃষকসোনাতলায় গো খাদ্যের সংকট দূর করতে কাঁচা ধান কাটছে কৃষক
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধনধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা-বাবাআখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা-বাবা
সারিয়াকান্দিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা সারিয়াকান্দিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নোয়াখালীতে এবার স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা নোয়াখালীতে এবার স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিলনন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল
হাকিমপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ডহাকিমপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড